শৈলকুপায় জামাই বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

0

শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহ জেলার শৈলকুপায় জামাই বাড়ি বেড়াতে এসে বিদ্যুতের মোটর চালিত টিউবয়েলে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার অচিন্ত্যপুর গ্রামে জামাই রইস উদ্দিনের বাড়িতে।
প্রতিবেশীরা এ সময় মৃতোর মেয়ে রইস উদ্দিনের স্ত্রী আনজিরা খাতুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ব্যাপারে মৃতের ছেলে মো. রুবেল জানান, আমার মা বিদ্যুতের মোটর চালিত টিউবয়েলে গোসল করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান। ভাবি গুরুতর আহত হন। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি আমি জানিনা। আপনার কাছ থেকে শুনলাম।