ঝিকরগাছায় এইচপিভি টিকাদান কর্মসূচির প্রস্তুতিমূলক সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ৫ম থেকে নবম শ্রেণির ১০ থেকে ১৪বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে একডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কার্যক্রমকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. কামরুজ্জামান, হেলথ এডুকেটর জাকির হোসেন, পরিসংখ্যানবিদ শেখ মাহাবুবুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাসুদুজ্জামান প্রমুখ।