চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাস্তববায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তববায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সেমিনারের বিষয় বস্তু উপস্থাপন করেন সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সামিউল আজম।

সহকারী কমিশনার (নেজারত ও সংস্হাপন শাখা) সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও কনজ্যুমারস এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাব্বিন সানভি, স্যানেটারী ইন্সপেক্টর ফারুক হোসেন প্রমুখ।

সেমিনারে সদর উপজেলা ভুমি কর্মকর্তা সহকারী কমিশনার এস.এম.আশিস মোমতাজ, সহকারী কমিশনা