গুম কমিশনে অভিযোগ জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ

0

লোকসমাজ ডেস্ক॥ গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে কমিশন প্রধানের কাছে অভিযোগ জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, গুম, খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। এখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান সালাহউদ্দিন আহমেদ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। (সূত্র : বিবিসি)