শালিখায় মদ পানে দুই জনের মৃত্যু

0

শালিখা(মাগুরা) সংবাদদাতা।। মদ্যপান জনিত কারণে শালিখা উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নের ধনেশ্বরগাতী গ্রামের দুই যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার ভোরে। একই কারণে মুমূর্ষ অবস্থায় আরো দুই যুবক চিকিৎসারত আছে ফরিদপুর মেডিকেল কলেজ ও মাগুরা সদর হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা সরকারি হোসেন শহীদ সরোয়াওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র দিগন্ত গোসাই, মোটরসাইকেল মিস্ত্রি সবুজ দাস (২৩), কল্যাণ বিশ্বাস(২১), ও সিংড়া সরকারি বিহারীলাল ডিগ্রি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র অনিমেষ বিশ্বাস এক সাথে মদ্ পান করে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে। এসময় ৪জনই অসুস্থ হয়ে পড়লে সবুজ দাসকে যশোর কুইন্স হসপিটাল, কল্যাণ বিশ্বাস ও দিগন্ত গোসাইকে মাগুরা সদর হাসপাতাল এবং অনিমেষ বিশ্বাসকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চিকিৎসারত অবস্থায় দিগন্ত বিশ্বাসের মৃত্যু হয় মঙ্গলবার ভোর ৪টায় এবং সবুজ দাসের মৃত্যু হয় ভোর ৫টায়।