বিএডিসির ১২৫০ কোটি টাকার সার আত্মসাত পোটন ট্রেডার্সের মালিক আটক হলেও ধরাছোঁয়ার বাইরে বিএডিসির কর্মকর্তারা

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর)॥ বিএডিসির ১২৫০ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন পোটন ট্রেডার্সের মালিক। তিনি এখন কারাগারে রয়েছেন। কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বিএডিসির কর্মকর্তারা। পোটন ট্রের্ডাসের মালিক সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। পোটন ট্রের্ডাস বিএডিসির প্রায় ২ লাখ মেট্রিক টন সার আত্মসাত করে। পরবর্তীতে কিছু সার বুঝিয়ে দিলেও এখনো এক লাখ ৮৪ হাজার মেট্রিক টন সার বুঝিয়ে দিতে পারেনি এ প্রতিষ্ঠানটি।
পোটন ট্রেডার্স সার আত্মসাতের সময় দায়িত্বে ছিলেন সাবেক চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ, পরিচালক মো. আমিরুল ইসলাম, ব্যবস্থাপক মুভমেন্ট তুহিনুজ্জামান। তুহিনুজ্জামান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ঘনিষ্ঠজন হওয়ায় তিনি গত ১৬ বছরে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করেন।
এ ব্যাপারে বিএডিসির মহাব্যবস্থাপক (ক্রয়) মো. তুহিনুজ্জামান বলেন, বিএডিসির সার পরিবহনের মূল দায়িত্ব থাকে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ডিভিশনের ম্যানেজমেন্ট মুভমেন্ট। ওই সময় যারা দ্বায়িত্বে ছিলেন তারা এ ব্যাপরে বলতে পারবেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
বিএডিসির চেয়ারম্যান রুহুল অমিন খান জানান, কয়েকজনের নামে এ ব্যাপারে অভিযোগ আছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।