জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শমী কায়সারের নামে মাগুরায় মানহানির মামলা

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
গতকাল সোমবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আরজি করেন মো. রেজোয়ান কবির নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার একমাত্র আসামি হিসেবে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার দম্পতির কন্যা শমী কায়সারের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী রেজোয়ান কবির গণমাধ্যমে বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা দেখেছি, এই অভিনেত্রী (শমী কায়সার) আমাদের আবেগের জায়গা, আমাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। গত ১৬ বছর তিনি নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। এর ফলে আমাদের দলকে নিয়ে মানুষের চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। মামলা করেছি যেন উনি তাঁর মিথ্যা কথার জন্য শাস্তি পান।’
আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে কটূক্তি করায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আসামি শমী কায়সারের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন মামলার বাদী। মামলাটি আমলে নিয়ে আদালত তা তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশ দিয়েছেন।