রাতে নিরবে ঢাকায় ফিরেছে দুই ক্রিকেট দল

0

স্পোর্টস ডেস্ক॥ ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় নাজমুল হোসেন শান্তর দল।
ভারতে ব্যর্থ মিশন শেষে রোববার রাতে হায়দরাবাদ থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন ধারাভাষ্যকার হিসেবে ভারত সিরিজে যাওয়া তামিম ইকবালও।
একই রাতে দুবাই থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আরব আমিরাত গিয়েছিল নিগার সুলাতানা জ্যোতির দল।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা ১০ বছরে প্রথম জয়। বাকি তিনটি হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।