দুই বিঘা জমির পান বরজ কেটে শত্রুতা!

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামে ৩ কৃষকের ২ বিঘা জমির পান বরজ কেটে দিয়েছে দুর্বত্তরা। রোববার ভোরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক আরাফাত শাহ জানান, তারা তিন ভাই তাদের গ্রামের মাঠে দীর্ঘদিন ধরে বরজ দিয়ে পানের আবাদ করে আসছিলেন। কিছুদিন পরেই পান বাজারে বিক্রি করা হবে। এমন অবস্থায় রোববার ভোরে কে বা কারা ৩ ভাইয়ের দুই বিঘা জমির পানবরজ কেটে দিয়েছে। সকালে বরজে এসে দেখেন সব গাছ নেতিয়ে পড়েছে। এতে তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। দুর্বৃত্তরা তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, পানবরজ কেটে দেওয়ার ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।