বেনাপোল নোম্যান্সল্যান্ডে দুই দেশের ইমিগ্রেশন কর্মীদের মিষ্টি বিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ দেশে পরিবর্তিত পরিস্থিতির মাঝেও বাংলাদেশ ও ভারতের মানুষের মাঝে সম্প্রীতির পরিবর্তন হয়নি। এখনও উৎসব-পার্বনে পরস্পরের ভালোবাসা বিনিময় চলছে।
শনিবার সকালে স্থলবন্দর বেনাপোলের নোম্যান্স ল্যান্ডে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা ও উৎসব উপলক্ষে মিষ্টি বিনিময়ের আয়োজন করা হয়। আগের দিন অষ্টমী-নবমী উপলক্ষে পেট্রাপোল ইমিগ্রেশনের কর্মকর্তা জয়ন্ত বাবুর নেতৃত্বে বাংলাদেশের কর্মকর্তাদের মিষ্টি দেয়া হয়। এরই বিনিময়ে শনিবার বেনাপোল ইমিগ্রেশন, কাস্টমস্ ও বিজিবি প্রতিনিধিরা জয়ন্ত বাবুদের মিষ্টি প্রদান করেন। সংক্ষিপ্ত পরিসরে হলেও এই মিষ্টি বিনিময় সৌহার্দ্যরে প্রমাণ বইয়ে দেয়।