আটকের ৫দিনের মাথায় জামিন পান যশোর জেলা ছাত্রলীগ সম্পাদক পল্লব, ফের আত্মগোপনে

0

স্টাফ রিপোর্টার ॥ আটকের ৫দিনের মাথায় জামিনে মুক্ত যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব। ভারতে পালিয়ে যাওয়ার পথে বেনাপোল থেকে আটকের পর একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। অত্যন্ত গোপনে জামিন নিয়ে কারামুক্ত হন তিনি। দেড় মাস আগের এ জামিনের ঘটনা গোপন থাকলেও দৈনিক লোকসমাজের অনুসন্ধানে গতকাল নিশ্চিত হওয়া গেছে।
গত ২২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গোপনে ভারতে যাওয়ার পথে আটক হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব। যশোর উপশহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রুপনকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের কোতয়ালি সাধারণ নিবন্ধন কর্মকর্তার (জিআরও) অফিস সূত্রে জানা যায়, তানজিব নওশাদ পল্লবকে জামিন করানোর জন্য তার আইনজীবী কবির হোসেন জনী আদালতে আবেদন জানান। গত ২৭ আগস্ট শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ হাজার টাকার বন্ডে তানজিব নওশাদ পল্লবের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে তানজিব নওশাদ পল্লব কারাগার থেকে মুক্তি পান।
তানজিব নওশাদ পল্লব পুরাতন কসবা কাজীপাড়া ডায়মন্ড প্রেস এলাকার বাসিন্দা অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুলের ছেলে। শেখ হাসিনার সরকারের পতনের পরপরই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের আলোচিত নেতাকর্মীরা গোপনে দেশ ছেড়ে পালানোর শুরু করেন। এরই ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব গত ২২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গোপনে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে যান। এ সময় বিজিবি সদস্যরা বুঝতে পেয়ে তাকে আটক করেন এবং পরে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরদিন তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করে বেনাপোল পোর্ট থানার পুলিশ। এরপর কোতয়ালি থানার পুলিশ তানজিব নওশাদ পল্লবকে উপশহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রুপনকে গুলি করে হত্যার চেষ্টার পেন্ডিং মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে জামিন পেয়ে গোপনে কারাগার থেকে মুক্তি পান জেলা ছাত্রলীগের ওই নেতা। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
অপরদিকে ২৩ আগস্ট তানজিব নওশাদ পল্লবকে পুলিশ আদালতে সোপর্দ করলেও হত্যা প্রচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী জানান, রিমান্ড আবেদন না করার কারণে সহজেই জামিন পেয়ে গেছেন তানজিব নওশাদ পল্লব।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তানজিব নওশাদ পল্লবকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানাননি বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিবাগত রাত পৌনে ২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা সাজ্জাদ হোসেন রুপনকে হত্যার উদ্দেশ্যে তার উপশগর বি-ব্লক বাজার এলাকার বাড়িতে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার মা নাসরিন আক্তার বিলকিস গুলিবিদ্ধ হন। পরবর্তীতে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন সাজ্জাদ হোসেন রুপম।