চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ ‘ ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কলেজ রোড হয়ে একই স্থানে শেষ হয়।
এরপর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল হাসান শাওন সঞ্চালনা করেন।
সভায় আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহহিল কাফি স্বাগত বক্তব্য রাখেন। এ সময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নুর মোহাম্মদ, নাভানা ফার্মাসিটিক্যালের ম্যানেজার মোস্তাক আহমেদ, ডা.মুস্তাক-উর-রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম ও ইসলাম রকিব, খামারি জেসমিন আরা ও মোহাম্মদ জিকু বক্তব্য রাখেন।