তালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

0

 

তালা(সাতক্ষীরা) সংবাদদাতা॥ তালায় অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুভাষিণী ডিগ্রি কলেজের পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর হঠাৎ গ্রামের মানুষ পচা গন্ধ পেয়ে কেেলজের পেছনের ডোবায় পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি দেখতে পান। এ সময় স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে তালা থানার ওসি মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধারের ব্যবস্থা করেন।
এ ব্যাপারে তালা থানার ওসি মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের ব্যবস্থা করেছি।