বাঘারপাড়া উপজেলা বিএনপির ৪টি পদের নির্বাচনী তফসিল ঘোষণা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর শনিবার বাঘারপাড়ায় ভোট গ্রহণ করা হবে। শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে দলের যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির সদস্য ও নির্বাচন কমিশনার অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রয় হবে। এদিন বিকেল ৪ টার মধ্যে মনোনয়ন জমা এবং ৫ টায় যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। মনোনয়ন ফরম জমাদানের সময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রে ফটোকপি এবং মনোনয়ন ফরম ক্রয়ের রশিদ জমা দিতে হবে। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ সময় ১৬ অক্টোবর বুধবার বেলা ২ টা পর্যন্ত। নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম জেলা বিএনপি কার্যালয়ে সম্পন্ন হবে।
১৯ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টায় পর্যন্ত বাঘারপাড়া পৌর সদরে ভোট গ্রহণ করা হবে।