শ্বাসনালীতে টিউমার আক্রান্ত শিশু জুনায়েদ বাঁচতে চায়

0

 

স্টাফ রিপোর্টার ॥ অসহায় দরিদ্র পরিবারের চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার মা-বাবা। প্রায় দু বছর ধরে জুনায়েদ শ্বাসনালীর টিউমারে ভুগছে। তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার অপারেশনে খরচ পড়বে প্রায় ২ লাখ টাকা। কিন্তু রাজমিস্ত্রির যোগালে বাবা স¤্রাট হোসেন ও গৃহকর্মী মা শ্রাবনী আক্তার তাদের একমাত্র সন্তানকে টাকার অভাবে চিকিৎসা করাতে পাছেন না। তাদের পক্ষে এত টাকা যোগাড় করা কোনোমতে সম্ভব না। যশোর শহরের পুরাতন কসবা বি বি রোডের লিচুবাগানের বাসিন্দা সম্রাট হোসেন চলতি বছর ৪ জানুয়ারি শিশুটিকে ঢাকায় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে দেখান। সেখানে চিকিৎসক ওষুধ লিখে দেন এবং পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসক অক্টোবর মাসেই শিশুটিকে অপারেশনের জন্য প্রস্তুতি নিয়ে ঢাকায় আসতে বলেন। ঢাকা থেকে ফেরার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। একমাত্র সন্তানকে বাঁচাতে তার বাবা-মা সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। বিকাশ নং ০১৭৪৪৬৭৭৬০৮