কালীগঞ্জে বিএনপি নেতার পূজা মন্দির পরিদর্শন

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ । বৃহস্পতিবার সকালে উপজেলার রায়গ্রাম ইউনিয়ন থেকে মন্দির পরিদর্শন শুরু করেন হামিদ । এ সময় হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজার সার্বিক বিষয়ে খোঁজ -খবর নেওয়াসহ প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি ।

মন্দিরগুলো পরিদর্শনকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ লিতুর সঞ্চালনায় বিভিন্ন মন্দিরে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, যুগ্ম আহ্বায়ক শাহিন লষ্কর, পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিন মোল্লা ও রায়গ্রাম ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানী প্রমুখ।