যশোরে নার্সদের ৪ ঘন্টা কর্মবিরতি পালন

0

স্টাফ রিপোর্টার || কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ যশোর জেলা শাখার পক্ষ থেকে গতকাল ৪ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে। সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতালে এ কর্মসূচি পালিত হয়। আজ বুধবার ৫ ঘণ্টার কর্মবিরতি পালিত হবে।

কর্মসূচি চলাকালে হাসপাতালে  প্রশাসনিক ভবনের সামনে সকলে সমবেত হন। এ সময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ যশোর জেলা শাখার আহবায়ক মোসা. সালমা খানম, উপসেবা তত্ত¡াবধায়ক মোসা. ফেরদৌসি বেগম ও নার্সিং ইন্সট্রাক্টর মনোয়ারা আনসারি বক্তব্য রাখেন। কর্মবিরতি চলাকালে নার্সদের স্কোয়ার্ড টিম রোগীদের সেবা দেন। অন্যরা কর্মবিরতি পালন করেন। সারাদেশের ন্যায় যশোর ২৫০ হাসপাতালসহ জেলার ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এ কর্মবিরতি পালিত হয়েছে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নার্সিং মহাপরিচালক, নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর হতে আন্দোলন করে আসছে সংগঠনটি। প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, পতাকা মিছিল, প্রতীকি কর্মবিরতি, লাল ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি পালন করে আসছে এক দফা দাবিতে।

গত ১ অক্টোবর এক দফা দাবি বাস্তবায়নের পক্ষে স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক আশ্বাসের ফলে নার্সরা ষান্মাসিক কর্মবিরতি পালন কর্মসূচি স্থগিত করে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ২ নার্সিং কর্মকর্তাকে সাময়িকভাবে পরিচালক পদে পরিপূর্ণভাবে পদায়ন না করে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এতে হতাশ হয় নার্স, মিডওয়াইফারী, শিক্ষার্থীগণ ও সংস্কার পরিষদ। অধিদপ্তরের, পরিচালক (উপসচিব), প্রশাসন মো. নাসির উদ্দিনকে প্রত্যাহার করে মহাপরিচালক পদে এখনো যোগ্য নার্স পদায়ন করা হয়নি। যে কারণে নার্সরা তাদের এক দফা দাবি আদায়ের জন্য পুনরায় কর্মসূচি পালন করছে।