পাটকেলঘাটা প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে নবাগত সার্কেল হাসানুর রহমান হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিম

0

আব্দুল মোমিন পাটকেলঘাটা (সাতক্ষীরা)প্রতিনিধি || সাতক্ষীরা পাটকেলঘাটা প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে নবাগত তালা উপজেলা সার্কেল হাফিজুর রহমান হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

০৮ই অক্টোবর সন্ধ্যা সাতটার সময় পাটকেলঘাটা খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত তালা সার্কেল অফিসে নবাগত সার্কেল হাসানুর রহমান হাসানের সাথে পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিনের নেতৃত্বে পাটকেলঘাটায় কর্মরত সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, নাজমুল হক,শাহিনুর রহমান শাহিন, আতাউর রহমান, মুজিবর রহমান, আলমগীর হোসেন, মনিরুল ইসলাম মনি।

এ সময় সার্কেল হাসানুর রহমান বলেন পাটকেলঘাটা সহ তালা উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশের সাথে সাথে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। আমি সব সময় আপনাদের সহযোগিতা আশা করি। আপনারা আপনাদের কলমের মাধ্যমে উপজেলা সমস্ত অপরাধ এবং ভালো কাজ তুলে ধরবেন। নতুন স্বাধীন দেশকে আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করব।

এ সময় পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন শহ সকল সাংবাদিক তালা সার্কেল হাসানুর রহমান হাসানকে সমস্ত ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।