ঝিকরগাছায় ওএমএস ডিলারের বিরুদ্ধে মহিলাদের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) চালের ভাগ নেওয়ার অভিযোগ

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)  || যশোরের ঝিকরগাছায় ওএমএস ডিলার আসাদুজ্জামান মাসুদের বিরুদ্ধে ভিভব্লিউবি এর ৩০ কেজি চালের মধ্যে ১৫ কেজি ভাগ নেওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা খেয়েছে। পরে খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে এম মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে ৩বস্তা চাল জব্দ করেছেন। এসময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আসাদুজ্জামান মাসুদের পাশের একটি গুদামে ন্যায্যমূল্যের আরও ১১বস্তা চাল পাওয়া গেছে।

জানাগেছে, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলীর ছেলে ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মাসুদ স্থানীয় ২নং ওয়ার্ডের ওএমএস চালের ডিলার। পিতা ইউপি চেয়ারম্যান হওয়ার সুযোগে তিনি ইউনিয়নের মহিলাদের ভিডব্লিউবি চালের কার্ড করার সময় ৩০ কেজি চালের মধ্যে প্রতিমাসে অর্ধেক ১৫ কেজি তাকে দেয়ার শর্তে কার্ড করে দেয়। বিষয়টি এতদিন কেউ জানতে না। মঙ্গলবার দুইজন মহিলা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে ওএমএস ডিলারের গোডাউনে নিয়ে আসলে স্থানীয়রা তাদের ধরে ফেলে।

এসময় স্থানীয় জনতার জেরার মূখে চম্পা খাতুন ও মরিয়ম নামের ওই দুই মহিলা বলেন, প্রতিমাসে ১ কেজি চাল আসাদুজ্জামান মাসুদকে দেওয়ার শর্তে এই কার্ড করে দিয়েছিল। সোমবার বিকালে মাসুদ ফোন দিয়ে তাদেরকে বলেছে চালের ভাগ না দিলে কাট কেটে দেওয়া হবে। সেই ভয়ে তারা এমাসে উঠানো প্রতিকার্ডে ২বস্তা চালের মধ্যে এক বস্তা করে মাসুদকে দিতে এসেছে। খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ঘটনাস্থলে গিয়ে চম্পা খাতুন ও মরিয়ম নামের দুই মহিলার করা অভিযোগের ভিত্তিতে ৩বস্তা চাল, ২টি ভিডব্লিউবি চালের কার্ড জব্দ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে জমা দিয়েছেন।

এছাড়া ইউনিয়ন পরিষদে থাকা ১০বস্তা চাল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিতরণ না করতে ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলীকে নির্দেশ দিয়েছেন। জানতে চাইলে ভিডব্লিউবি মহিলাদের নিকট থেকে তার ছেলে মাসুদ কর্তৃক অর্ধেক চাল ভাগ নেওয়ার ব্যাপারে জানা ছিল না বলে নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী জানিয়েছেন। ওই ইউনিয়নের সকল ওয়ার্ডের অসংখ্য মহিলাদের নিকট থেকে দীর্ঘদিন ধরে এভাবে চালের ভাগ নেয়া মাসুদ নিয়েছেন বলে উপস্থিত উৎসুক জনতা জানিয়েছেন।