প্রতিপক্ষের হাতুড়িপেটায় আহত ভেকুটিয়ায় সন্ত্রাসী সাগর

0

স্টাফ রিপোর্টার || যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত অস্ত্রধারী সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগরকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। সোমবার সন্ধ্যায় আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন বালিয়া ভেকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাগর জানান, তিনি অস্ত্র আইনের মামলায় ৭ মাস জেল খেটে ১০/১৫ দিন আগে মুক্তি পেয়ে বাড়িতে এসেছেন। সোমবার সন্ধ্যায় তিনি ভেকুটিয়া বাজারে গেলে পূর্ব শত্রুতার জের ধরে ৪/৫ জন তাকে ধরে হাতুড়ি পেটা করে দুই পা ভেঙে দিয়েছে। যারা পা ভেঙে দিয়েছে তারা মাদকের ব্যবসার সাথে জড়িত বলে তিনি দাবি করেছেন। তিনি আরও জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন ।

হাসপাতালের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন জানিয়েছেন, তার দুই পা ভেঙে গেছে ।