চুয়াডাঙ্গা সদরের সকল মন্দির কমিটির সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণকালে জেলা বিএনপির সদস্যসচিব শরীফ বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল,আছে এবং থাকবে

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেছেন,হিন্দু-মুসলিম নির্বিশেষে আমরা সবাই দেশের মানুষ,আমাদের সবারই সমান অধিকার রয়েছে আমাদের ধর্ম ও সংস্কৃতি পালনের। কোনো ধর্ম বা সম্প্রদায়কে পিছিয়ে রেখে উন্নতি সম্ভব নয়। যে বিভেদ তৈরী হয়েছে, তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বার্থসিদ্ধির জন্য। তারা চেয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মুষ্টিবদ্ধ করে রাখতে, কিন্তু আমরা বিএনপি সবসময় তাদের পাশে আছি। আমরা চাই, সবাই যেন তাদের ধর্ম ও আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারে। কেউ যেন বিভেদের শিকার না হয়। আমাদের লক্ষ্য ঐক্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা তথা দেশের উন্নতি ঘটানো।’

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৯টি দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো বলেন।

গতকাল সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা চাই, প্রতিটি নাগরিক নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তার জীবন যাপন করবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে, যারা দুর্গাপূজার এ উৎসবে সবার নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, যাতে দেশে কোনো বৈষম্য না থাকে। আওয়ামী লীগ যেভাবে ‘সংখ্যালঘু’ নাম দিয়ে তাদের ব্যবহার করেছে, আমরা তার বিপরীতে তাদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। বিএনপি বিশ্বাস করে, আমরা সবাই মানুষ-এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, চুয়াডাঙ্গায় হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই ব্যবসা পরিচালনা করছেন, আর তাদের প্রধান গ্রাহক হচ্ছেন মুসলিম সম্প্রদায়। এই পারস্পরিক সম্পর্ক আমাদের ঐক্য ও বন্ধুত্বের শক্ত ভিত্তি তৈরী করেছে। আমি আপনাদের বলতে চাই, কোনো ভয় ছাড়াই আপনারা আপনাদের জীবনযাপন এবং ব্যবসা পরিচালনা করবেন।

বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাকে জানাবেন, আমি সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়াবো। আমি আপনাদের কাছে কোনো ভোট চাইছি না, আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকে দেবেন। আপনার এই স্বাধীনতা ও অধিকারকে আমরা সম্মান করি এবং তা নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা চাই,এই দেশ সবার জন্য সমানভাবে নিরাপদ ও স্বাধীন হোক, যেখানে সবাই তার মতামত ও ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে।’ এসময় তিনি দেশনায়ক তারেক রহমানের উপহার হিসেবে সদর উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নগদ অর্থ তুলে দেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাধরাণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক সুরেশ কুমার আগওয়ালা, সদস্য প্রেমানন্দ সরকার, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহ রায়, কোষাধক্ষ্য পলাশ কুমার সাহা, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টাস ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, চুয়াডাঙ্গা নিউ মার্কেট ব্যাবসায়ী নন্দন গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী সুমন পারভেজ খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা। অনুষ্ঠানে বিএনপি, যুুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।