মনিরামপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে যেকোন মূল্যে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখরভাবে পালন করতে বিএনপি বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় চাঁদপুর-মাঝিয়ালিতে বিশাল সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। খেদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাঁদপুর-মাঝিয়ালি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সামবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু, সাধারণ সম্পাদক তরুন কুমার শীল, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, গনি মোড়ল, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, নজমুছ শাহাদাত, আজিবর রহমান, হরিহরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী আব্দুস সাত্তার, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন প্রমুখ।