নড়াইলে ১৯৯টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

0

নড়াইল সংবাদদাতা ॥ আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
মতবিনিময় সভায়, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম, নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ অন্ন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য্য, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, সদর উপজেলা জামায়াতের আমীর মিরাজুল ইসলাম, নড়াইল পৌর জামায়াতের আমীর আব্দুর রহিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট্রের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অশোক কুন্ডু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পুজাম-প কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এবার সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ১৯৯টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সব পূজাম-পে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।