বাঘারপাড়ায় ডাক্তার শতাব্দী বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ায় এক অন্তঃসত্ত্বা নারীর স্বামীকে প্রাণনাশের হুমকি ও খারাপ আচরণের অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্ত্রীর আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট দুইস্থানে দুইরকম আসার কারণ জানতে চান অন্তঃসত্ত্বার স্বামী রাব্বি হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেন ডাক্তার শতাব্দী বিশ্বাস। অভিযোগকারী রাব্বী দরাজহাট ইউনিয়নে বলরামপুর গ্রামের আসকার আলীর ছেলে।
অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বার নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে অবস্থিত হাজী ডায়গনস্টিক সেন্টারে ডাক্তার শতাব্দী বিশ্বাসের কাছে আলট্রাসনোগ্রাফির জন্যে যান। রিপোর্টে গর্ভের সন্তানের ওজন তিন কেজি ৪৭৬ গ্রাম ও আগামী ৭ অক্টোবর সিজারের তারিখ নির্ধারণ করা হয়। এতে রাব্বির সন্দেহ হওয়ায় ১ অক্টোবর যশোরের একটি হাসপাতাল থেকে পুনরায় স্ত্রীকে আলট্রাসনোগ্রাফি করান। যশোরের রিপোর্ট অনুযায়ী গর্ভের সন্তানের ওজন দুই কেজি ৬৮৯ গ্রাম এবং আগামী ৩১ অক্টোবর সিজারের তারিখ নির্ধারণ করা হয়। এ বিষয়টি জানতে চাইলে ডাক্তার শতাব্দী বিশ্বাস ক্ষিপ্ত হয়ে বাজে আচরণ ও ভয়ভীতি দেখান।
অভিযোগে আরো বলা হয়, ডাক্তার শতাব্দী বিশ্বাস বাঘারপাড়া ও শালিখা উপজেলার বিভিন্ন ক্লিনিকে সিজার ও আলট্রাসনোগ্রাফি করে থাকেন। তার সাইনবোর্ডে ডা. শতাব্দী বিশ্বাস, এমবিবিএস, পিজিটি, ডিএমইউ ও ডিপ্লোমা ইন আলট্রাসাউন্ড লেখা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার শতাব্দী বিশ্বাস সব অভিযোগ অস্বীকার করে বলেছেন,আল্ট্রাসনোগ্রাফিতে যা পেয়েছি সেটাতেই আমি সাইন করেছি। এতে আমার কোনো দায় নেই। তাছাড়া রাব্বি সাহেবের সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি।
বাঘারপাড়া থানার ওসি রোকিবুজ্জামান জানান, বৃহস্পতিবার ভুক্তভোগী ডাক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।