চৌগাছায় শারদীয় দুর্গা পুজা উপলক্ষে ভাস্কর বিশ্বজিৎ কুমার বিশ্বাস ব্যস্ত সময় পার করেছেন

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় উৎসব ইতিমধ্যে সনাতন ধর্মাবলম্বীদের ঘরের দ্বারে দ্বারে কড়া নাড়তে শুরু করেছে, প্রতিটি বাড়িতে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। সারা দেশের ন্যায় যশোরের চৌগাছাতে অনুরূপভাবে চলছে মন্ডপ সাজানোর কাজ। বলা চলে একেবারে শেষ সময়ে এসে এখন প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত ভাস্কর রা অতি ব্যস্ত সময় পার করছেন।

গতকাল চৌগাছা পৌর এলাকার হালদার পাড়ায় যে দেখা যায়, ভাস্কর বিশ্বজিৎ কুমার বিশ্বাস তিনি প্রতিটি প্রতিমাই শেষ সময়ে রাতের স্পর্শ লাগিয়ে যাচ্ছেন। তার এই কাজে সহযোগিতা করছেন ছোট মেয়ে অর্প বিশ্বাস। ভাস্কর বিশ্বজিৎ কুমার বিশ্বাস বলেন এবছর তার কারখানায় বারোটি প্রতিমা তিনি নিজ হাতে তৈরি করেছেন। এখন শেষ সময় সে কারণে আমরা বেশ ব্যস্ত সময় পার করছি। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি প্রতিমা ভাষা মালিকের হাতে বুঝে দিতে হবে। তবে এবছর কিন্তু প্রতিমার দাম বাড়েনি। বাজারের সবকিছুর দাম বৃদ্ধি পাওয়াই প্রতিমা তৈরি করে খুব বেশি লাভবান হওয়া যাবে না বলে ভাস্কর বিশ্বজিৎ কুমার জানান।

যশোরের চৌগাছার বাসিন্দা বিশ্বজিৎ কুমার বিশ্বাস দীর্ঘ ১৫-১৬ বছর ধরে প্রতিমা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। পৌরসভার হালদার পাড়ায় তিনি একটি প্রতিমা তৈরীর কারখানা বানিয়েছেন। এবারের শারদীয় দূর্গা উৎসবে তিনি ১২ টি প্রতিমার অর্ডার নিয়েছেন। সব সন্নিকটে তাই শেষ সময়ে এসে এই ভাস্কর ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। ভাস্কর বিশ্বজিৎ কুমার বিশ্বাস জানান, প্রতিমা তৈরীর প্রতিটি সরঞ্জামের দাম বেড়েছে কিন্তু প্রতিমার দাম বাড়েনি। গত বছর যে দামে বিক্রি করেছি এবার সেই দামে বিক্রি করতে হচ্ছে। তারপরও আমি খুশি যে দূর্গা উৎসব উপলক্ষে আমাদের মাঝে আনন্দের কোন কমতি নেই।