শুভ মহালয়ায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ শুভ মহালয়ার মধ্যদিয়ে যশোরে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় শহরের পৌর পার্কে সনাতন ধর্মসংঘের আয়োজনে মহালয়া অনুষ্ঠান হয়।

প্রদীপ প্রজ্জ্বালন ও উলুধ্বনির সখে মহালয়ার মূল আচার-অনুষ্ঠান ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা হয়। ত্রিভঙ্গ চরণ ব্রহ্মচারীর চ-ীপাঠের সঙ্গে সমবেত কণ্ঠে ইয়া চ-ী অর্চনা করেন ভক্তরা। এর বাইরে যশোর কালেক্টরেট পুকুরপাড়, বেজপাড়াতেও মহালয়ার উৎসব হয়েছে।