হযরত মুহাম্মদ ( সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে যশোরে বিক্ষোভ

0

 

স্টাফ রিপোর্টার ॥ ইসলাম ধর্ম ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার দূত আখেরি নবী হযরত মুহাম্মদ ( সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়নের কটুক্তির প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ। রোববার বিকেলে খুলনা বাসস্ট্যান্ডে জেলা ইমাম পরিষদ এবং দাড়াটানা ভৈরব চত্বরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উচিত জবাব এবং ভারতীয় পণ্য বর্জনের হুশিয়ারি দেন বক্তারা।
পৃথক দুটি সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর সম্মান ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। বিশ্ব মুসলমানের হৃদয়ের স্পন্দনকে নিয়ে ভারতে উগ্র হিন্দুত্ববাদের এই জঘন্য কটুক্তি নতুন কিছু নয়। নুপুর শর্মা নামের বিজেপি নেত্রী ২০২২ সালেও বিশ্ব মুসলমানদের কলিজার টুকরা নবীজীকে নিয়ে জঘন্য ভাষায় কটুক্তি করেছিলেন। সে সময় সারা বিশ্বের মুসলমান প্রতিবাদে ফুঁসে ওঠে এবং গণহারে ভারতীয় পণ্য বয়কট করায় নূপুর শর্মার নেতারা মুসলমানদের কাছে ক্ষমা চেয়েছিলেন। সমাবেশে বক্তারা ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানানোর দাবি জানান।
জেলা ইমাম পরিষদ যশোরের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, সংগঠনের সহ সভাপতি মুফতি মুজিবুর রহমান, ইমাম পরিষদের নেতা মাওলানা আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা নাজিরুদ্দীন, মুফতি শামসুর রহমান, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনওয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি মাহমুদুল হাসান, মুফতি কবিরুল ইসলাম, মুফতি মাসউদুর রহমান, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমিন, ক্বারী সবেদ আলী, মাওলানা আবু হুরায়রা, মুফতি তাওহিদুর রহমান, মুফতি ইশতিয়াক আহমাদ, মুফতি রফিক শুয়াইব, মুফতি আলাউদ্দীন প্রমুখ। এর আগে খুলনা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আর এন রোড, বস্তাপট্টির মোড়, চৌরাস্তা মোড় হয়ে দাড়াটানায় শেষ হয়।
এদিকে দড়াটানা ভৈরব চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক নাইমুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাসুম বিল্লাহ, সানোয়ার হোসেন, ফরহাদ হোসেন, শামিউল ইসলাম, ফরিদ আসাদ, সাকিব হোসেন, আমানুল্লাহ প্রমুখ। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়।