বাংলাদেশের হয়ে খেলতে এক ধাপ দূরে হামজা

0

স্পোর্টস ডেস্ক ॥ দুই বছর আগে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানান হামজা চৌধুরী। তাঁর ইচ্ছা এবং বাংলাদেশের ফুটবলের স্বার্থে ২০২২ সালে হামজাকে পেতে তাঁর ক্লাব লিস্টার সিটিতে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই ক্লাব থেকে অনুমতি মেলার পর সবচেয়ে যে বাধা ছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের, সেটাও পেয়ে গেছে বাফুফে। এফএ থেকে অনুমোদন পাওয়ার আগে ইংল্যান্ডে বাংলাদেশি পাসপোর্ট পেয়ে যান হামজা।

ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সি গায়ে জড়ানো ২৬ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলতে আর মাত্র এক ধাপ দূরে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তির চিঠি, লিস্টার সিটির ছাড়পত্রসহ আরও নানা কাগজপত্র যুক্ত করে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন মিললেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা। গতকাল এমনটাই জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

জন্ম ইংল্যান্ডে হলেও হামজার মায়ের বাড়ি হবিগঞ্জ জেলায়। অনেকবারই বাংলাদেশে এসেছেন তিনি। তাই তো মায়ের দেশের জার্সিতে খেলার স্বপ্ন তাঁর। কিন্তু ২০১৮-১৯; এই এক বছরে ইংল্যান্ড যুবদলের হয়ে ৭ ম্যাচ খেলেছিলেন হামজা। যে কারণে তাঁর বাংলাদেশি হয়ে খেলার প্রক্রিয়াটা একটু জটিল হয়ে যায়। সব জটিলতা কাটিয়ে হয়তো এক মাসের মধ্যেই হামজার ব্যাপারে ইতিবাচক সংবাদ দিতে পারবেন বলে জানান ইমরান, ‘হামজা চৌধুরীর বিষয়টি নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করে আসছি। যেহেতু তিনি এরই মধ্যে ইংল্যান্ডের (অনূর্ধ্ব-২০) হয়ে খেলেছেন, তাই প্রক্রিয়াটা একটু আলাদা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলতে আগ্রহী হয়ে যে চিঠি দিয়েছি, সেটা আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছি। হামজাকে বাংলাদেশের হয়ে খেলতে অনুমতি দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। এই সংস্থার এনওসি ইতোমধ্যে আমরা ফিফার কাছে দিয়ে আবেদন করেছি। পরের ধাপ ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তাদের অনুমোদন পেলেই হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।’

ফিফা প্লেয়ার্স কমিটি যদি কোনো অতিরিক্ত কাগজপত্র চায়, সেগুলো দিতে তৈরি বাফুফে, ‘বাংলাদেশের হয়ে তাঁর খেলতে কতদিন লাগবে, এটা এখনই বলা যাচ্ছে না। সম্পূর্ণ নির্ভর করছে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ওপর। আমরা বলতে পারব না যে, ৫ কিংবা ১০ দিন লাগবে। সাধারণত এক মাসের মধ্যে এটা হয়ে যাবে বলে আমি আশা রাখি। যদি কোনো অতিরিক্ত কিছু থাকে, তাহলে সেটা আমাদের জানাবে তারা (ফিফা)। তখন আমরা অতিরিক্ত কাগজপত্রগুলো তাদের পাঠাব। আমার মনে হচ্ছে, হয়তো নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে তিনি (হামজা) খেলতে পারবেন। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে এই সময়ের মধ্যে অনুমোদন মিলবে বলে আমি বিশ্বাস করি।’–বলেন বাফুফে সাধারণ সম্পাদক।