ঝিকরগাছায় শিক্ষকদের মাননববন্ধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ।। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্যে ঝিকরগাছায় শিক্ষা পরিবারের ব্যানারে ৪দফা দাবিতে মাননববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে যশোর- বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন চলে। উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সম্মিলনী মহিলা কলেজের অধ্যক্ষ আহসানুর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান উদ্দিন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহিব্বুল ইসলাম, গাজির দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বেজিতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, বাঁকড়া-মুকুন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম বিল্লাল হোসেন আজাদী, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সোহাগ প্রমুখ।