যশোর ঝিনাইদহ ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত

0
file photo

লোকসমাজ ডেস্ক ।। যশোর, ঝিনাইদহ ও মাগুরায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরের চৌগাছায় ও সদর উপজেলার রূপদিয়ায় তিন জন, ঝিনাইদহে ২ জন ও মাগুরায় দুই বন্ধুসহ তিন জন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক বিএম আসাদ জানান, যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতাসহ ২ জন নিহত হয়েছেন ও সদর উপজেলার রূপদিয়ায় নিহত হয়েছেন এক গৃহবধূ।

সোমবার রাতে  চৌগাছা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়। নিহত শহিদুল ইসলাম ভোট (৬৫) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি ছিলেন। তিনি দীর্ঘ দিন যাবৎ আন্দুলিয়া ওয়ার্ডের ইউপি সদস্য ও আন্দুলিয়া জামে মসজিদের খতিব ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতের এ নেতার গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

শহিদুল ইসলাম সোমবার ওলামা-মাশায়েক সম্মেলন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চৌগাছা-পুড়াপাড়া সড়কের বাদেখড়িঞ্চা বাজার নামক স্থানে পৌঁছালে একটি আলমসাধুর সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই  তিনি জ্ঞান হারান। তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে চিকিৎসক যশোরে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

অপর ঘটনায় একই রাতে চৌগাছা পৌর শহরের ইছাপুর কানাপুকুরের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক জামাল হোসেন (৪০) গুরুতর আহত হন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলার সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে  তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। জামাল হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রগুনন্দনপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

এছাড়া গতকাল মঙ্গলবার দুপুরে যশোর খুলনা মহাসড়কের পদ্মবিলায় হিরো মোটরসাইকেল কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন গৃহবধূ রিংকু বেগম (২৭)। যমুনা গ্যাস কোম্পানির ট্রাক (ঢাকা মেট্রো ট ৬২-০১০৯) রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় রিংকু বেগমকে ধাক্কা দেয়।  চালক ট্রাক ফেলে পালিয়ে যান। রিংকু পদ্মবিলা গ্রামের রাজু হোসেনের স্ত্রী। ট্রাকটি আটক করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড়ে ট্রাকের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মতিয়ার রহমান নামে একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালতা উপজেলার বড় কাউনিয়া গ্রামের আনিছুর রহমান (৬৫) ও একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। দুর্ঘটনার পর থেকেই চালক নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা একটি মিনি ট্রাকে করে ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন। তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনে থাকা একটি ট্রাকের  পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আনিছ ও ফারুক নিহত হন। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে হতাহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন।

তারা হলেন-সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) এবং একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)।

পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে বাড়ি ফিরছিল। এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার নড়িহাটি এলাকায় অটোরিকশা উল্টে চালক ফারুক হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সে নড়িহাটি গ্রামের জাহিদ মিয়ার ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।