কেশবপুর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ আগামী ২১ সেপ্টেম্বর যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফলের লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর ওপর হামলা, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে যশোরের চৌরাস্তায় গণসমাবেশের আয়োজন করা হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি নির্মল কুমার বিটের সভাপতিত্বে বুধবার কেশবপুর উপজেলা ও পৌর ইউনিটের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কদের উপস্থিতিতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, মেহেদী হাসান, আলমগীর হোসেন, টিপু সুলতান প্রমুখ।