লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরণে নিহত ৯

0

লোকসমাজ ডেস্ক ।। লেবাননজুড়ে প্রায় পাঁচ হাজার পেজার বিস্ফোরণে শিশুসহ অন্তত নয়জন নিহত এবং তিন হাজার জন আহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর আট যোদ্ধা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, এই বিস্ফোরণ হয়েছে লেবাবননজুড়ে, বিশেষত দক্ষিণ লেবাবননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। পেজার একধরনের ছোট যন্ত্র। এটি সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে। এদের মধ্যে আট বছর বয়সী এক মেয়েশিশু রয়েছে। আহত হয়েছে ৩০০০ জন। এদের মধ্যে দুশো জনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের বেশির ভাগই মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন।