চুয়াডাঙ্গায় তরুণীর মরদেহ উদ্ধার

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তানিয়া খাতুন (২২) নামের এক তরুণীর সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে চুয়াডাঙ্গার গুলশানপাড়ার সেলিম মিয়ার বাড়ির তৃতীয়তলা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আরাফাত ইসলাম বলেন,এদিন রাত ১০টার পর তানিয়া খাতুনকে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
ভাড়াটিয়ারা জানান, মৃত তানিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের মাহাতাব আলীর মেয়ে ও দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের স্বর্ণকার আলামিনের স্ত্রী। স্বামী আলামিনকে নিয়ে তিনি চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার সেলিম মিয়ার বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তাওহীদ ইসলাম নামে ৬ বছর বয়সী তার একটি ছেলে সন্তান রয়েছে। তানিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় আখিঁতারা জেনারেল হাসপাতালে আয়ার কাজ করতেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, তানিয়া খাতুনকে মৃত অবস্থায় আমরা পেয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।