চুয়াডাঙ্গায় নার্সদের বিক্ষোভ,মানববন্ধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিংয়ের মহাপরিচালকসহ সকল পদে নার্সের পদায়নের দাবিতে চুয়াডাঙ্গা জেলায় নার্সরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার সকালে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী, সদর হাসপাতালের নার্সিংয়ের সকল কর্মকর্তাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে সদর হাসপাতাল থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার রোকেয়া, নার্সিং ইন্সেটেক্টর পারুল মন্ডল, সিনিয়র স্টাফ নার্স সানি ও নাজমুল।