যশোরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানববন্ধনে বক্তারা, সীমান্তে ভারতীয় বাহিনীর নৃশংস হত্যা গণহত্যার শামিল

0

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস এবং জয়ন্ত সিংহকে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আয়োজনে শনিবার প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী একের পর এক গুলি চালিয়ে নিরীহ বাংলাদেশিদের হত্যা করছে। ভারতীয় সামীন্ত রক্ষীবাহিনীর এই নৃশংস ও নির্বিচারে হত্যা গণহত্যার শামিল। পৃথিবীর সকল দেশে সীমান্ত আছে কিন্তু একমাত্র বাংলাদেশ সীমান্ত তার ব্যতিক্রম। যেখানে প্রতিনিয়ত প্রতিবেশী দেশ ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী একের পর এক নিরীহ বাংলাদেশিদের হত্যা করে। অথচ আমেরিকা-মেক্সিকো, ভারত-চীন কিংবা ভারত-পাকিস্তান সীমান্তে বিরোধ থাকা সত্ত্বেও এমন হত্যার কোনো ঘটনা ঘটে না। স্বাধীনতার পর থেকে ভারতীয় বাহিনী একের পর এক নিরীহ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা করেই চলেছে। এ পর্যন্ত তাদের হাতে কয়েক হাজার নিরীহ বাংলাদেশি নির্মম হত্যার শিকার হয়েছেন। সীমান্ত হত্যার বিষয়টি তাদের কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা ভারতকে সীমান্তে হত্যা পরিহার কিংবা এই জাতীয় কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানান। সীমান্তে যদি এই নৃশংস হত্যার পুনরাবৃত্তি ঘটে তার জন্য ভারতকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিটের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শিক্ষক নেতা অধ্যাপক অলোক ঘোষ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলার শাখার নেতা অসীম কুমার মন্ডল, মানিক সাহা, বিষ্ণুপদ সাহা প্রমুখ। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন, জেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যশোর জেলার নেতা অ্যাড. সুদীপ্ত কুমার ঘোষ।