বাগআঁচড়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন

0

 

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শুক্রবার জামতলা ও টেংরা ওয়ার্ড বিএনপির স্থানীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে অফিস উদ্বোধন করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সাগর, মনিরুল ইসলাম মনি,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াছি উদ্দিন,ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।