যশোরের প্রতিতযথা আইনজীবী প্রয়াত এ কে মঞ্জুরুল হকের নাগরিক স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের প্রতিতযথা আইনজীবী, সংস্কৃতিজন প্রয়াত এ কে মঞ্জুরুল হকের নাগরিক স্মরণসভা শুক্রবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক স্মরণসভা কমিটির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তরা বলেন, ‘অ্যাডভোকেট এ কে মঞ্জুরুল হক নিভৃতচারী মানুষ ছিলেন। তিনি কর্মীজীবন ও ব্যক্তিজীবনেও অসাম্প্রদায়িক মনা ছিলেন। প্রজ্ঞ সৃষ্টিশীল এই মানুষটি যশোরের আইনজীবী ও সাংস্কৃতিক মানুষের মধ্যে শ্রদ্ধাভাজন ও সর্বজনভাজন ছিলেন। তার মধ্যে আইনের জ্ঞান ছিলো প্রখর। সত্য ও সুন্দরের প্রতীক ছিলেন তিনি। সাহসী এই মানুষ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে লড়াই করেছেন অসাম্প্রদায়িক দেশ গড়ার। সাংস্কৃতিক চর্চায় অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে ঘুরে বেড়িয়েছেন যশোরসহ বিভিন্ন জেলায়। তিনি সব সময় যশোরের সাংস্কৃতিক অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন।’
কমিটির আহ্বায়ক অ্যাড. শহীদ আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. জীবন রতন মিত্র, মহিলা পরিষদ নেত্রী হাবিবা শেফা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপাঙ্কর দাস রতন, বামগণতান্ত্রিক জোটের নেতা জিল্লুর রহমান ভিটু, আমিনুর রহমান হিরু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, এ কে মঞ্জুরুল হকের বড় ছেলে অ্যাড. সোহেল শামিম আশিষ প্রমুখ।