খুলনার পদযাত্রা সফল করতে কেশবপুরে বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0

কেশবপুর (যশোর) সংবাদদাতা ॥ বিশ্বগণতন্ত্র দিবস উপলক্ষ্যে আগামীকাল রোববারের খুলনার পদযাত্রা সফলের লক্ষ্যে শুক্রবার কেশবপুরে থানা ও পৌর বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক আলা উদ্দিন আলা।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়ল, নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবির বালু, সাগদাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা যুবদল নেতা আব্দুল গফুর,স থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমুখ।