মনিরামপুর প্রেস ক্লাবের নির্বাচন ২৮ সেপ্টেম্বর

0

 

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট মকবুল ইসলাম ও সহকারী অধ্যাপক ফজলুল হক বৃহস্পতিবার এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান ১৫ সেপ্টেম্বর। উভয় সময় বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১৮ সেপ্টেম্বর বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে।