মনিরামপুরে হরিহরনগর ইউনিয়নে বিএনপির সম্প্রীতি সমাবেশ

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নে বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। হরিহরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, জেলা ছাত্রদল নেতা খালিদ মাসুদ পারভেজ ও কামরুজ্জামান প্রমুখ।