চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ মেলার দ্বিতীয় দিন

0

মুকুরুল ইসলাম মিন্টু (স্টাফ রিপোর্টার চৌগাছা)।।  চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ মেলার দ্বিতীয় দিন ছিল বুধবার। উপজেলার হাজরাখানা গ্রামে গ্রামীণ এই মেলায় মানুষের ঢল নেমেছে। নারী শিশু সহ সব বয়সের মানুষের স্বরূপ উপস্থিতিতে বেলা অঙ্গন ছিল মুখরিত। বলুর রওজা শরীফে যেয়ে কথা হয় খাদেম জয়নাল সার সাথে। এছাড়া মেলায় আগত বিভিন্ন ব্যবসায়ীদের সাথেও কথা বলে মেলার প্রাণবন্ততা সম্পর্কে জানা যায়।