লোহাগড়ায় ট্রাকের ঢাক্কায় নিহত ৩

0

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (৩০), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪০) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)।
এ ছাড়া আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে তুহিন শেখ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের বৃদ্ধা দাদী ও জামাল মোল্যার মা নুরি বেগম(৬০) মঙ্গলবার রাত ১১টার দিকে বার্ধ্যক্য জনিত কারনে মৃত্যুবরন করেন। তার লাশ দাফনের জন্য আশ্রয়ন প্রকল্পের মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তারা। কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পের সামনে পৌঁছালে নড়াইল দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এবং একজন আহত হন। স্থানীয়রা আহত তুহিন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।