যশোরে কারারক্ষীর বাসায় চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ জেল রোডে লাল মিয়া নামে কারারক্ষীর বাসায় চুরি হয়েছে। অজ্ঞাত পরিচয় চোরেরা ওই বাসা থেকে ১০ ভরি সোনার অলঙ্কারসহ ১৭ লাখ টাকার মালামাল চুরে করে নিয়ে গেছে। এ ঘটনায় সোমবার কারারক্ষী লাল মিয়া কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লাল মিয়ার অভিযোগ, তিনি বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন। চাকরির সুবিধার্থে তিনি ঘোপ জেল রোডের জনৈক আতিয়ার রহমানের বাড়িতে ভাড়া থাকেন। গত ৫ সেপ্টেম্বর পিতার অসুস্থতার কথা শুনে তারা গ্রামের বাড়িতে যান। ৯ সেপ্টেম্বর সকালে তিনি খবর পান, তার বাসায় চুরি হয়েছে। এ খবর পেয়ে গ্রাম থেকে তারা ঘোপ জেল রোডের বাসায় আসেন। বাসায় এসে দেখেন, ঘরের তালা ভাঙা। এছাড়া বাসার ভেতরের সব মালামাল তছনছ করা ছিলো। ওয়ারড্রব ও আলমারির তালাও ভাঙা দেখতে পাওয়া যায়। অজ্ঞাতনামা চোরেরা তার বাসায় ঢুকে ঘরে রক্ষিত ১০ ভরি সোনার অলঙ্কার ও ৬ ভরি রূপার অলঙ্কারসহ ১৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।