পাইকগাছায় যশোর ইমাম পরিষদের ত্রাণ বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ সোমবার যশোরবাসীর পক্ষ থেকে সংগ্রহ করা ত্রাণ সামগ্রী বন্যা কবলিত পাইকগাছার দেলুটি এলাকায় বিতরণ করেছে জেলা ইমাম পরিষদ যশোরের দ্বিতীয় প্রতিনিধি দল। ২১ সদস্যের দলটি এদিন সকালে যশোরের গাড়িখানা থেকে পাইকগাছার উদ্দেশ্যে রওনা হয়। দ্বিতীয় পর্বে বন্যার্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, জরুরি ওষুধ, বিশুদ্ধ পানি, নতুন পোশাক ও নগদ অর্থসহ দুই হাজার টাকার ত্রাণসামগ্রী প্যাকেজ প্রদান করা হয়। দ্বিতীয় পর্বের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে বার লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছে জেলা ইমাম পরিষদ যশোর।
প্রতিনিধি দলের সদস্যবৃন্দ হলেন জেলা ইমাম পরিষদের সহসভাপতি মুফতি মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনওয়ার নাঈম, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি আনোয়ারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জসিমউদ্দীন, মাওলানা হুমায়ন কবির, মাওলানা ওলিউল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি