সাংবাদিকদের সাথে কুয়েট ভিসি মতবিনিময়

0

কুয়েট সংবাদদাতা ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালের মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভুঞা। এরপর সাংবাদিকদের সাথে ভাইস-চ্যান্সেলরের পরিচয় হয়।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তার বক্তব্যে বলেন, কুয়েটকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে যা যা করার তা আমি করতে কোনোভাবেই পিছপা হব না। পৃথিবীতে আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। বিজ্ঞপ্তি।