চৌগাছার ইউএনওকে পৌর পরিষদের বিদায়ী সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে পৌর পরিষদ। সোমবার দুপুরে পৌরসভায় প্রশাসকের কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, সব দিক দিয়ে অভাবনীয় সম্ভাবনা রয়েছে এখানে। আগামী দিনে চৌগাছা আরও সামেনর দিকে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চৌগাছা পৌর প্রশাসক গুঞ্জন বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান, মো. শাহিন, পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা খাতুন, জহুরা খাতুন, ফাতেমা খাতুন প্রমুখ। আলোচনা শেষে পৌর পরিষদের পক্ষ থেকে বিদায়ী নির্বাহী অফিসারকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।