জমি নিয়ে চাচার সাথে তর্ককালে হৃদরোগে মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় জমি নিয়ে বিরোধে চাচার সাথে তর্ককালে হৃদরোগে আক্রান্ত (হার্টঅ্যাটাক) হয়ে ভাতিজার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান।
স্বজন ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আজিজুর রহমানের (৪৫) সাথে তার চাচা রফি উদ্দিনের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গত রোববার সকালে এই নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন আজিজুর রহমানের বড় ভাই শহিদুল ইসলাম। পাশেই দাঁড়িয়ে ছিলেন আজিজুর রহমান। তিনি হঠাৎ করেই বুক চেপে ধরে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত উদ্ধার করে তাকে চৌগাছা হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইবকাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।