সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের যশোরের রাহুলকে সংবর্ধনা

0

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য রাব্বি হোসেন রাহুল নিজ জেলা যশোরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন। লাল সবুজের এই গর্বিত সদস্য সোমবার বিকেলে যশোর বিমান বন্দরে পৌঁছালে বিভিন্ন ফুটবল সংগঠকদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিমান বন্দরে ৯০ এফসি ফুটবল ক্লাব, যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, যশোর মোহমেডান স্পোর্টিং কøাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য রাব্বি হোসেন রাহুল বলেন, ফুটবলের ভালো কোন মঞ্চে খেলা সহজ কিন্তু ধরে রাখা কঠিন। আমি চেষ্টা করবো দেশের ফুটবলের হয়ে ভালো কিছু উপহার দেওয়ার। সাথে সাথে আমার জেলার ফুটবলেও অবদান রাখতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোলের আলহাজ নুর ইসলাম ফুটবল ক্লাবের প্রধান প্রশিক্ষক সাব্বির আহমেদ পলাশ, ৯০ এফ সি ফুটবল ক্লাব যশোরের সভাপতি মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান নিপ্পন, যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমন তরফদার, প্রচার সম্পাদক মফি উল্লাহ, কোষাধ্যক্ষ সাইমন, সাবেক ফুটবলার পিয়ারুজ্জামান পিরু প্রমুখ। উল্লেখ্য রাব্বি হোসেন রাহুল যশোরের বেনাপোলের সন্তান এবং বেনাপোলের আলহাজ নুর ইসলাম ফুটবল ক্লাবে তার ফুটবল জীবন শুরু।