মণিরামপুরে ইট ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যশোরের মণিরামপুরের এক ঠিকাদার বিল্লাল হোসেন। তার অভিযোগ যৌথ মালিকানায় পরিচালিত মণিরামপুরের ইসলাম ব্রিকসের এক মালিকের সাথে অর্থ সংক্রান্ত মামলা নিস্পত্তি করায় চটেছেন আর এক মালিক। সিদ্দিকুর রহমান নামের ওই মালিক ১৪ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিল্লাল হোসেন।
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মণিরামপুরের ইসলাম ব্রিকস থেকে ইট ক্রয়ের জন্য মোহনপুর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে শাহিনুর রহমানকে ১০ লাখ টাকা প্রদান করেন। এরপর থেকে ৫ লাখ টাকার ইট দিলেও শাহিনুর তার শর্ত অনুযায়ী ইট দিতে ব্যর্থ হয়ে তার নামে বাকি ৫ লাখ টাকার বেসিক ব্যাংকের একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখা যায় ওই চেকের অনুকূলে ব্যাংকের একাউন্টে কোনো টাকা নেই।
ঠিকাদার বিল্লাল হোসেন বলেন, একাউন্টে টাকা না থাকায় আমি আইন অনুযায়ী চেকটি ডিজঅনার করি এবং পরবর্তীতে শাহিনুর রহমানের বিরুদ্ধে যশোর আদালতে প্রতারণার মামলা করে দিই। এরপর শাহিনুর রহমান মামলা মীমাংসা করার প্রস্তাব দেন। তার প্রস্তাবে মীমাংসার উদ্যোগ নিলে শাহিনুরের ব্যবসায়ী পার্টনার উপজেলার তাহেরপুর গ্রামের সিদ্দিকুর রহমান মামলা মীমাংসা না করার জন্য জোর চাপ প্রয়োগ করতে থাকেন। কিন্তু তার চাপ উপেক্ষা করে পরবর্তীতে ব্যবসায়ী শাহিনুরের সাথে মামলাসহ অন্যান্য বিষয় আপস মীমাংসা করে নিই।
সংবাদ সম্মেলনে বিল্লাল হোসেন মিন্টু বলেন, এরপর থেকে সিদ্দিকুর রহমান তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলো। তার আপত্তি সত্বেও কেনো মীমাংসা করলাম এ নিয়ে ক্ষিপ্ত ছিলো। সম্প্রতি সে আমার কাছে ১৪ লাখ টাকা চাঁদা দাবি করছে। দাবিকৃত টাকা দিতে না পারলে মেরে ফেলবে বলেও হুমকি দিচ্ছে। তিনি বলেন, প্রতিদিন রাতের বেলায় লোকজন নিয়ে তার বাড়িতে যাচ্ছে সিদ্দিকুর রহমান। যেকারণে ভয়ে বাড়িতে থাকতে পারছেন না