শ্রীপুরে জামায়াতে ইসলামীর তাফসিরুল কুরআন মাহফিল

0

শ্রীপুর (মাগুরা)সংবাদদাতা॥ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মাঠে শনিবার দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামযা।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।
শ্রীপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা ওয়ালিউর রহমান ও হাফেজ মাওলানা আকিদুল ইসলাম।